
আমরা আনেক সময় অফিস বা অন্য কারো কম্পিউটারে ফেসবুক লগ-আউট করতে ভুলে যাই। বা তাড়াহুড়োয় বেরোনোর সময় লগআউট করতেই ভুলে গিয়েছেন! বা লোডশেডিং এর কারনে লগ-আউটটা আর করা হয়নি! যার ফলে অন্য কেউ আপনার এ্যাকাউন্টে অনায়াসে ঢুকতে পারে এবং আপনার গোপনিয়তা জেনে যেতে পারে। এই সমস্যার সমাধান আছে। আপনি যেকোন কম্পিউটার থেকে আপনি যে যে ডিভাইসে লগ-ইন অবস্খায় আছেন সবগুলো থেকে লগ-আউট করতে পারেন।
যেভাবে করবেন লগ-আউট করবেন
১। যে কোনও মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক এ্যাকাউন্টে লগ-ইন করুন।
২। এরপর আপনর Facebook account stating এ যান। অথবা https://www.facebook.com/settings?tab=security§ion=sessions&view এই লিঙ্কে যান।
৩। এখানে দেখবেন Security and login ট্যাব এর মধ্যে “Where you’re logged in” সেকশনে আপনি কোথায় কোথায় বা কো কোন ডিভাইসে, কি কি ব্রাউজারের মাধ্যমে লগ-ইন করেছিলেন এবং কখন লগ-ইন করেছেন তার সময় দেখতে পাবেন।
৪। এখান থেকে “Log out of all sessions” এ ক্লিক করে সব ডিভাইস থেকে সব জায়গা থেকেই লগ-আউট করতে পারেন। আবার আলাদা আলাদা ডিভাইস বেছে বেছেও লগ-আউট হতে পারেন।