
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেল এর একটি অসাধারণ অপশন হচ্ছে গড মুড। এর মাধ্যমে আপনার কম্পিউটারের সকল সেটিংস অপশন পেতে আপনাকে কষ্ট করতে হবেনা। গড মুড হচ্ছে এমন একটি অপশন যে আপনাকে সহজে সবকিছু একটি ফোল্ডারএ দেখতে সাহায্য করবে। যারা কম্পিউটার প্রফেশনাল বা সাধারন ব্যাবহারকারীরাও যাদের বিভিন্ন কাজে কম্পিউটারের বিভিন্ন সেটিংস অপশনগুলো পরিবর্তনের জন্য খুঁজে পেতে ঝামেলা অনুভব করেন। তাদের জন্য গড মুড (God Mode) সত্যিই খুবই কাজের অপশন যেখান থেকে অপারেটিং সিস্টেম সেটিংস এবং VPN সেটিংস, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড থেকে সবকিছু অপটিমাইজ করতে পারবেন।
যেভাবে চালু করবেন গড মোড
১। গড মুড চালু করতে একটি নতুন ফোল্ডার তৈরি করুন এবং রিনেম করুন God Mode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} এটি দিয়ে। আপনি চাইলে God Mode এর জায়গায় যেকোন নাম দিতে পারেন কিন্তু এক্সটেন্সান এর জায়গায় লিখুন ঠিক যেভাবে আছে সেভাবে .{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} তারপর এন্টার চাপুন।
২। এবার ডট এক্সটেন্সান থেকে বাকি কোডটুকু হাইড হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে ফোল্ডার এর কন্ট্রোল প্যানেল আইকন পরিবর্তন হবে।
৩। এবার ফোল্ডার এ ডাবল ক্লিক করলে দেখবেন আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলের সকল অপশন একটি উইন্ডোতে দেখাচ্ছে। এখন আপনি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর যেকোন সেটিংস পরিবর্তন করতে পারবেন।
কম্পিউটারের গড মোড এর মাধ্যমে এ্যামিনিট্রেটিভ টুলস ও সেটিংসগুলো সহজেই এক্সেস করা যায়। সেটিংস অপশনগুলো খুঁজতে এখন আর বিভিন্ন জায়গায় যাওয়া যেতে হবেনা।