
ফেসবুকে এমন ইউজার খুঁজে পেতে কষ্ট হবে যিনি কিনা তার বন্ধুদের কাছ থেকে কখনও কোনো গেমস কিংবা কোনো অ্যাপস এর ইনভাইটেশন পাননি। মাঝেমাঝে এই ব্যাপারটা বড়ই
যন্ত্রণাদায়ক হয়ে উঠে। এর থেকে নিস্তার পেতে চাইলে কী করবেন ?
ইনভাইটেশন পাঠানো বন্ধুকে ব্লক করবেন যেভাবে
১। আপনার প্রোফাইলের settings > blocking >Block app invites অথবা https://www.facebook.com/settings?tab=blocking এই ঠিকানায় চলে যান।
২। এখানে Block app invites বক্সে আপনার সেই বন্ধুর নাম লিখুন যে সারাক্ষন আপনাকে কোন এ্যাপস বা গেমস এর ইনভাইটেশন পাঠায়। ব্যাস, আপনার ঐ বন্ধুর কাছ থেকে আর বিরক্তিকর ইনভাইটেশন আর পাঠাতে পারবেনা।
আপনি চাইলে অ্যাপস বা গেমসকেও ব্লক করে রাখতে পারেন
১। আপনার প্রোফাইলের settings > blocking >Block apps অথবা https://www.facebook.com/settings?tab=blocking এই ঠিকানায় চলে যান।
২। এখানেBlock apps বক্সে যে যে এ্যাপস বা গেমসের নোটিফিকেশন বা ইনভাইটেশন বন্ধ করতে চান সেগুলোর নাম লিখুন।